মাদক সরবরাহ, পাচারকারীদের শাস্তি হোক মৃত্যুদণ্ড। কেন্দ্রকে আর্জি জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনাও হয়েছে। বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, মাদক এখন নতুন প্রজন্মের পক্ষে হুমকি। গোটা প্রজন্মই এখন মাদকের নেশায় ধ্বংসের মুখে। এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। বৈঠক শেষে তিনি টুইট করে জানান, মাদক পাচার বা চোরাচালানের শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য কেন্দ্রের কাছে সওয়াল করা হবে। যদিও ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই মাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রায় ১৫ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কেন উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি, প্রশ্ন তুলছেন বিরোধীরা।
Be the first to comment