গোরক্ষার নামে গুন্ডামি কোনওভাবেই বরদাস্ত নয়, জানিয়ে দিল শীর্ষ আদালত

Spread the love

গোরক্ষার নামে গুন্ডামি কোনওভাবেই বরদাস্ত নয়। জানিয়ে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন এ এম খানউইলকার ও ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানায়, অপরাধীমাত্রই অপরাধী। সে গোরক্ষক বা যাই হোক। কেউই আইন নিজের হাতে তুলে নিতে পারে না। সেই অধিকার কারও নেই। তাণ্ডব রোখার দায়িত্ব অবশ্যই রাজ্যের। সংশ্লিষ্ট রাজ্যগুলি কোনওভাবেই সেই দায় এড়াতে পারে না। সতর্ক করে সুপ্রিমকোর্টের বক্তব্য, ধর্ম, জাতপাতের নামে এই ধরনের অপরাধে লাগাম টানতে উপযুক্ত ও কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, গো-রক্ষকদের তাণ্ডব রুখতে সুপ্রিমকোর্টে একটি পিটশন দাখিল করেছিলেন মহাত্মা গান্ধি পরিবারের সদস্য তুষার গান্ধি।

মঙ্গলবার সেই মামলার শুনানিতে এমটাই জানিয়েছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ। এর আগে গতবছর সেপ্টেম্বর মাসে সমস্ত রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে গোরক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রয়োজনে পর্যবেক্ষক নিয়োগেরও নির্দেশ দিয়েছিল আদালত। তবে এদিন আক্রান্তদের ক্ষতিপূরণের মাপকাঠি, ও রাজ্যগুলির দায়দায়িত্ব নির্ধারণের জন্যে আপাতত রায় প্রদান বন্ধ রেখেছে আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*