ই–পেমেন্টের মাধ্যমে নিজেদের পছন্দমতো ব্যাঙ্কে টাকা জমা দিলেই ভর্তি হয়ে যাবে কলেজেঃ শিক্ষামন্ত্রী

Spread the love

কলেজে তোলাবাজি আটকাতে নতুন নিয়ম জারি করল উচ্চশিক্ষা দপ্তর। কোনওরকম কাউন্সলিং ছাড়াই পড়ুয়ারা ভর্তি হতে পারবেন কলেজে। ই–পেমেন্টের মাধ্যমে নিজেদের পছন্দমতো ব্যাঙ্কে টাকা জমা দিলেই ভর্তি হয়ে যাবে। এসএমএস মারফৎ অথবা কলেজের নিয়ম অনুযায়ী ভর্তির খবর পৌঁছে যাবে তাঁদের কাছে। ভর্তির জন্য কলেজে উপস্থিত থাকার কোনও দরকার নেই। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, সরকার মেধার ভিত্তিতেই কলেজে কলেজে ছাত্রছাত্রীদের ভর্তি করতে চায়। তাই দুর্নীতির সঙ্গে কোনওরকম আপস করতে রাজি নন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও আশুতোষ কলেজে পরিদর্শন করেছেন। তারপরেও যে ঘটনা ঘটছে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কলেজের ওয়েবসাইটে মেরিট লিস্ট বেরোনোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা না দিলে মেধা তালিকায় থাকা পরের ছাত্রছাত্রীরা সুয়োগ পাবেন। ভর্তি হওয়ার পর ছাত্রছাত্রীরা যখন কলেজে আসবেন তখন তাঁদের মার্কশিট এবং সার্টিফিকেট খতিয়ে দেখা হবে। অসঙ্গতি থাকলে পড়ুয়ার ভর্তি বাতিল করে দেওয়া হবে। একইসঙ্গে জানানো হয়েছে, গুরুদাস, সিটি, আনন্দমোহন, বিদ্যাসাগর কলেজের তৃণমূল ছাত্র সংগঠন ভেঙে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*