রিপোর্টার- (সুভাষ মজুমদার)
কাদা যন্ত্রনা সহ্য হলো না আর তাই রাস্তায় ধান চাষ শুরু করলো গ্রামবাসীরা ঘটনা তারকেশ্বরের বালিগড়ি ১ নং পঞ্চায়েতের মনোহর পুর গ্রামে। দীর্ঘ চল্লিশ বছর ধরে বর্ষার কদর্য রাস্তা দেখে দেখে সহ্য সীমা পার করলো গ্রামবাসীদের। বাম জামানার চৌত্রিশ বছর অবহেলিত হয়ে সাত বছর আগে তৃণমূল ক্ষমতায় আসার পর তবু আশ্বাস পেয়েছিলেন গ্রাম বাসীরা। দুবার পঞ্চায়েত ভোটে আশ্বাস বাণী এসেছে বহুবার। এলাকার বিডিও ও বলেছেন রাস্তা তৈরির জন্য অনুমোদন পেয়ে গেছে তবু দু বছর কেটে গেলেও রাস্তা তৈরি হয়নি এখনো।
বহুদিন আগে তবে রাস্তা যা ছিল তাই আছে এমনই অভিযোগ সকল গ্রামবাসীর। গ্রামের এই সাত কিমি রাস্তাটিই প্রধান রাস্তা বেশ কয়েকটি গ্রামের স্কুল, বাজার, এবং শহর তারকেশ্বর যাবার জন্য ব্যবহার করেন পাঁচ-সাতটি গ্রামের মানুষ। তা সত্বেও কেউ চোখ তুলে তাকাননি বা রাস্তাটি পাকা রাস্তার করার জন্য কেউই এগিয়ে আসেনি। আবার বর্ষা এসে গেছে , বর্ষার শুরুতেই রাস্তাটি এখন গ্রামবাসীদের কাছে যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবাদ জানানোর কোনো উপায় না পেয়ে কাদা রাস্তাতেই ধান বীজ পুঁতে বিক্ষোভে সামিল হলেন গ্রামের হাজার খানেক মানুষ , তার সাথে রাস্তার জমা জলে চারা মাছও ছাড়লেন। রাস্তার দাবিতে তারকেশ্বর বালিগড়ি চৌমাথায় বারো নম্বর রোড অবরোধ করেন গ্রামবাসীরা। সোমবার আধ ঘন্টার অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে বদ্যিবাটি তারকেশ্বর রোড। পরে তারকেশ্বর থানার পুলিশ গিয়ে গ্রামবাসীদের আসস্থ করে অবরোধ তোলে এবং তারকেশ্বর বিডিও জয় গোপাল পাল ঘটনাস্থলে গিয়ে গ্রাম বাসীদের সঙ্গে কথা বলে নতুন রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেন।
Be the first to comment