আমন্ত্রণ জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনদিনের ভারত সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী এইচ ই দাসো শেরিং টোবগে। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আপাতত এই সূচী রয়েছে রাষ্ট্রনেতাদের মধ্যে। বিদেশ মন্ত্রক সূত্রে আরও খবর, এই সফরে ভারত–ভুটানের মধ্যে অনেকগুলি বিষয়ে চুক্তি সাক্ষরিত হবে। এছাড়া দুই দেশের কাছে কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী বর্ষ এই বছর। তাই দুই দেশের মধ্যে বেশকিছু কূটনৈতিক আলোচনাও হবে। নিরাপত্তার বিষয়েও আলোচনা হবে তাঁদের মধ্যে। সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা স্থান পাবে দুই রাষ্ট্রনায়কের বৈঠকে। কারণ চীনের ডোকা লা ইস্যুতে কড়া মনোভাব দেখিয়েছিল ভুটান। যাকে সমর্থন করেছিল ভারতও। সুতরাং ভারত–ভুটানের মধ্যে হাইভোল্টেজ বৈঠক থেকে নতুন কি তথ্য বেরিয়ে আসে এখন সেটাই দেখার।
আগামী ৫ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ভারতে থাকবেন তিনি।
Be the first to comment