বর্ষা আসতে না আসতেই শহরের রাস্তাঘাটের বেহাল দশা। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এরকম রাস্তার অবস্থা? এবার সরাসরি মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ফোন করে জানতে চাইলেন তিনি। জবাব তলব করলেন মেয়রের কাছে।
দু-একদিনের বৃষ্টি। তাতেই জল থই থই কলকাতার একাধিক ওয়ার্ড। পুরসভার তৎপরতায় জল নামলেও এবার অরেক ভোগান্তি। জায়গায় পিচ উঠে বেরিয়ে পড়েছে রাস্তার হাড় পাঁজরা। খানখন্দে জমা জল, গাড়ির ঝাঁকুনি। যাতায়াতের পথে নিত্যদিনের ভোগান্তি। অতিষ্ট শহরবাসী। মরশুমের প্রথম বৃষ্টিতেই বেহাল অবস্থা বেহালার। আকশ চমকে উঠলেই এখন আতঙ্কে থাকেন সেখানকার বাসিন্দারা। বেহালার হতদশায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে সরাসরি ফোন করলেন তিনি। জানতে চাইলেন, কেন শহরের রাস্তাঘাট বেহাল?
মেয়রকে ফোনে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘কেন শহরের রাস্তাঘাট খারপ? সমস্যা সমাধানে পুরসভা কী ব্যবস্থা নিয়েছে?’ দ্রুত এবিষয়ে মেয়রের জবাব তলব করেন তিনি।
Be the first to comment