বিজেপিতে যোগদানের কিছুক্ষণের মধ্যে গুজরাটের কংগ্রেস বিধায়ক বাভালিয়া রাজ্যের মন্ত্রী হলেন

Spread the love

হাতেনাতে পুরস্কার। কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দেওয়ার ঘণ্টা কয়েকের মধ্যে গুজরাটের পাঁচবারের কংগ্রেস বিধায়ক কুঞ্জভারজি বাভালিয়া রাজ্যের মন্ত্রী হয়ে গিয়েছেন। গতমাসে দলের বিরুদ্ধে মন্তব্য করে দল ছেড়েছিলেন বাভালিয়া। তারপর জসদানের বিধায়ক চলে যান বিজেপির দফতরে। সেখানে বিজেপিতে যোগ দেন তিনি। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ইজরায়েল সফর সেরে ফেরার পরই এই ঘটনা। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে মন্ত্রিত্বের শপথ পাঠ করানো হয়। আগে থেকেই মন্ত্রীদের অফিস এলাকা স্বর্ণিম সঙ্কুলে তাঁর জন্য ঘর তৈরি রাখা হয়েছিল। লোকসভা নির্বচনের দিকে তাকিয়েই বাভালিয়াকে দলত্যাগ করানো হয়েছে বলে মনে করা হচ্ছে। সৌরাষ্ট্রের বাভালিয়া পাঁচবারের বিধায়ক, একবারের এমপি। কোলি প্যাটেল সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রভাব রয়েছে। কংগ্রেস বলছে, তাঁকে এমএলএ, এমপি করা হয়েছে, তাঁর বোন ও মেয়েকে টিকিট দেওয়া হয়েছে। তারপরও মন্ত্রিত্বের লোভে তিনি চলে গেলেন, এটা দুর্ভাগ্যের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*