কেন্দ্রের কড়া বার্তার পর নড়েচড়ে বসল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ

Spread the love

কেন্দ্রের কড়া বার্তার পর নড়েচড়ে বসল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ৷ সোশ্যাল প্লাটফর্ম থেকে ছড়ানো ভুয়ো খবর, ভিডিও ধরতে এবার পুরস্কার মূল্য ঘোষণা করল জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ সংস্থা ৷ বুধবারই ফেসবুক, হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ যথাযথ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে “গুজব ও ভিত্তিহীন বার্তা ” ছড়িয়ে দেওয়া বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল ৷

এরপরই ভুয়ো খবর ধরতে মোটা টাকা পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ ৷ কী ভাবে হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর চিহ্নিত করা যাবে এ নিয়ে গবেষণামূলক প্রস্তাব চেয়েছে কর্তৃপক্ষ ৷ আর এই প্রস্তাবের জন্যই মিলবে ৩৪ লক্ষ টাকা। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*