৩৪ হাজার কোটি টাকার কৃষিঋণ মকুব করে দিল কর্নাটক সরকার। মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বৃহস্পতিবার তাঁর প্রথম বাজেটে এই ঘোষণা করেছেন। গত চারবছর খরায় যেসব ক্ষুদ্র ও প্রান্তিক চাষি খরায় মার খেয়েছেন তাঁদের সাহায্যের জন্যই ঘোষণা। কুমারস্বামী বলেন, ” ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষিঋণ মকুব করছি। যেসব কৃষক ঋণশোধ করেছেন, তাঁদের উৎসাহ দিতে তাঁদের শোধ করা টাকা বা ২৫ হাজার টাকার মধ্যে যেটা কম, সেই টাকা তাঁদের অ্যাকাউন্টে সরাসরি নতুন ঋণ হিসেবে চলে যাবে। তাঁর দাবি, কর্নাটকে মোট অভ্যন্তরীণ উৎপাদন ১ শতাংশ বেড়েছে। তবে কুমারস্বামী পেট্রোলের ওপর ২ শতাংশ কর বসানোয় দাম বাড়ার আশঙ্কা রয়েছে। বিধানসভা ভোটের প্রচারে কুমারস্বামী বলেছিলেন, ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রায়ত্ত এবং সমবায় ব্যাঙ্ক থেকে নেওয়া কৃষিঋণ তিনি মকুব করবেন। আগেকার কংগ্রেস সরকারের নেওয়া সব কল্যাণমূলক প্রকল্প চালু থাকছে বলেও তিনি জানিয়েছেন। রবিবার কংগ্রেস-জেডি (এস)-এর সমন্বয় কমিটি কৃষিঋণ মকুবের বিষয়টি অনুমোদন করেছে।
Be the first to comment