ক্রিকেট বেটিং ও জুয়াকে আইনি করার সুপারিশ করল আইন কমিশন। তাদের মতে, বেটিং, জুয়াকে নিয়ন্ত্রিত কাজকর্মের আওতায় আনা হোক। তার ওপর করও বসানো হোক। এটিকে প্রত্যক্ষ বা পরোক্ষ করের সীমার মধ্যে আনা হলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। তাছাড়া, আইন কমিশন বলেছে, যারা বেটিং করছে বা জুয়া খেলছে তাদের লেনদেন আধারের সঙ্গে যুক্ত করা হোক। টাকা পাচারের মতো একে নিয়ন্ত্রণ করতে ক্যাশলেস লেনদেনের অনুমতি দেওয়ার কথাও বলছে কমিশন। আইন কমিশনের রিপোর্ট বলছে, সংসদে এই সংক্রান্ত আইন আনা হোক। পরে রাজ্যগুলিতেও তা চালু করা হোক। ক্যাসিনো এবং অনলাইন জুয়াতেও বিদেশি বিনিয়োগের জন্য আইনের রদবদল করা হোক। ক্যাসিনো বৈধ হলে প্রচুর বিদেশি লগ্নি আসতে পারে, বলেচে কমিশন। এর ফলে পর্যটন ব্যবসারও লাভ হবে।
Be the first to comment