প্রয়াত অভিনেতা পল নিউম্যানের রোলেক্স ঘড়ি রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে

Spread the love

হলিউডের প্রয়াত অভিনেতা পল নিউম্যানের ব্যবহৃত একটি রোলেক্স ঘড়ি নিউইয়র্কে অনুষ্ঠিত একটি নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। উইনিং ছবিটি একসঙ্গে করার সময় পলের স্ত্রী জোয়ান উডওয়ার্ড তাকে ঘড়িটি উপহার দিয়েছিলেন। সূত্র থেকে জানায় যায়, স্টেইনলেস স্টিলের তৈরি ঘড়িটি একজন ক্রেতা টেলিফোনে এক কোটি ৮০ লাখ ডলার দামে কিনে নেন। নিলামে কোনো হাতঘড়ি বিক্রির এটাই সর্বোচ্চ রেকর্ড।
উইনিং ছবিতে রেসিংকারের চালক হিসেবে অভিনয় করেছিলেন পল নিউম্যান। এরপর থেকেই কার রেসিংয়ের প্রতি তার আগ্রহ জন্মে। পরে তিনি এ ধরনের একটি প্রতিযোগিতায়ও অংশ নেন, তখন তিনি ঘড়িটি ব্যবহার করতেন।
নিলামে ঘড়ি বিক্রি থেকে যে অর্থ পাওয়া গেছে তার একটা অংশ যাবে নিউম্যানের ওউন ফাইন্ডেশনে। ২০০৫ সালে পল নিউম্যান এ দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন।
২০০৮ সালে ৮৩ বছর বয়সে মারা যান নিউম্যান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*