দ্রুত গতিতে ধেয়ে আসছে গাড়ি। বিপদ আঁচ করতে পেরেছিলেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু বিপদ যে এতটাই ভয়ঙ্কর হবে, তা ভাবেননি কেউ। চোখের সামনেই গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেল লোহার রড। শিশুর দেহ ফুঁড়ে সেই রড ঢুকে যায় মায়ের শরীরেই। ভয়ানক দুর্ঘটনার সাক্ষী থাকলেন কোচবিহারের পুণ্ডিবাড়ির বাঁশদহ নথিবাড়ি এলাকার বাসিন্দারা। ওই দুর্ঘটনায় মা-শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি এলাকায় বিয়েবাড়ি গিয়েছিলেন সিতাইহাটের বাসিন্দা সুশীল সাহার পরিবার। বৃহস্পতিবার রাতেই গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। মধ্যরাতে গাড়ির গতিবেগ ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। রাস্তার ধারের দোকানিরা তা দেখে বিপদ আশঙ্কা করেছিলেন। মুহূর্তের মধ্যে গাড়ি ধাক্কা মারে রাস্তার ধারের রেলিংয়ে। কিছু বুঝে ওঠার আগেই রেলিংয়ের রড গাড়ির সামনের কাঁচ ভেঙে শিশুর শরীরে ঢুকে যায়। শিশুটি তার মায়ের কোলে ছিল। রডে বুক ফুঁড়ে যায় মায়েরও। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা-শিশু সহ ৩ জনের। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিস গিয়ে আহত ৪ জনকে কোচবিহার এম জে এন হাসপাতালে ভর্তি করায়। গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। আর তা থেকেই দুর্ঘটনা বলে অনুমান।
Be the first to comment