রিপোর্টার- (সুভাষ মজুমদার)
আধুনিক যন্ত্রের সাহায্যে ধানের বীজ বপন ও ধানের চারা রোপনের প্রশিক্ষণ দেওয়া হলো ধনেখালী ব্লকের চোপা মৌজার অন্তর্গত টোকিপুর গ্রামের ৪০ জন চাষীকে। ধনেখালী ব্লকের কৃষি দপ্তরের উদ্দ্যোগে এই শিবির করা হয়। রাজ্য কৃষি দপ্তরের উদ্দ্যোগে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান চাষ করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের BGREI প্রকল্পের মাধ্যমে ৷
জানা গিয়েছে, কৃষি আধিকারিকরা ধনেখালী ব্লকে হাতে কলমে প্রশিক্ষণ দেন চল্লিশ জন চাষীকে এবং কমসময় ও চাষের খরচ কমিয়ে কিভাবে বীজ বপন ও চারা রোপন করা হবে তারই প্রশিক্ষণ দেওয়া হয়। এতে এলাকার চাষীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
উল্লেখ্য সহ কৃষি অধিকর্তা ধনিয়াখালী ব্লক ও ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির উদ্দ্যোগে ধনিয়াখালী ব্লকের অন্তর্গত চোপা , বৈদ্যপুর ও খাজুরদহ মৌজায় প্রায় ষাট বিঘা জমিতে ধান রোপন যন্ত্রের সাহায্যে নতুন পদ্ধতিতে ধান রোপন করা হচ্ছে। উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা ধনিয়াখালী ব্লক ডঃ দীপক হাজরা , সহ কৃষি অধিকর্তা আদর্শ বীজ খামার ধনিয়াখালী ব্লক ডঃ দেবকান্ত মন্ডল , ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ মহসিন মন্ডল , কৃষি প্রযুক্তি বিষয়ক সহায়ক বংশী বদন গোঁড়। এ ছাড়াও ছিলেন প্রগতিশীল কৃষক গোপাল ঘোষ , জয়দেব চৌধুরী , হানিফ আলি , আতিয়ার রহমান , সুজয় সাধুখাঁ , আনিসুর রহমান ও উপপ্রধান বিশ্বজিৎ কুমার প্রমুখ ৷
Be the first to comment