দৃষ্টিহীনদের জন্য সুখবর

Spread the love

দৃষ্টিহীনদের জন্য সুখবর। এবার তাদের ভোটার আইডেন্টিটি কার্ডে থাকতে চলেছে ব্রেইল। একই পদ্ধতিতে তাদের সরবরাহ করা হবে ফোটো ভোটার স্লিপ। মূলত বিশেষভাবে সক্ষমদের জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। দৃষ্টিহীনদের জন্য ব্রেইলে ভোটার আইডেনটিটি কার্ড, ফোটো ভোটার স্লিপ, কোঅর্ডিনেটর নিয়োগের পাশাপাশি নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। খুব শীঘ্রই কমিশনের নিজস্ব ব্যবহারের জন্য আনা হবে একটি অ্যাপ। ঠিক হয়েছে, দৃষ্টিহীনরা নির্বাচনের দিন বুথে আসার জন‍্য ব্যবহার করতে পারবে সরকারি যান। বিশেষভাবে সক্ষমদের ভোটদান প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ে জানানোর জন্য তৈরি করা হবে বিশেষ অডিও ভিস‍্যুয়াল প্রেজেন্টেশন।

উল্লেখ্য, এ রাজ্য ইতিমধ্যেই যে ওয়েব টিউটোরিয়াল তৈরি করেছে তাতে দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষমদের কথা মাথায় রাখা হয়েছে। আগামী নির্বাচনের জন্য বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি করা হবে অক্সিলিয়ারি বুথ। নির্বাচন কমিশন পরিচালিত IIDEM (International Institute of Democracy and Electoral Management)-এ বিশেষভাবে সক্ষমদের জন্য একটি পৃথক বিভাগ তৈরি করা হবে। তাদের ট্রেনিং দেবার জন্য নিয়োগ করা হবে মাস্টার ট্রেনার। প্রতিটি রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে সিদ্ধান্তের বাস্তবায়ন করতে বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*