সব ধর্মের মানুষকেই মন্দিরে পুজো দেওয়ার অনুমতি দেওয়া যায় কি না, তা পুরীর জগন্নাথ মন্দিরকে বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে মৃণালিণী পাধি মামলা করেছিলেন, বিদেশ থেকে অনেক দর্শনার্থী ও অন্য ধর্মের মানুষ পুরীর জগন্নাথ মন্দিরে যান। কিন্তু তাঁদের মূল মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। পুরীর জেলা আদালতের নির্দেশ অমান্য করে মন্দিরে থালা ও কলস রেখে দেওয়া হয় অর্থ সংগ্রহের জন্য।
এই অভিযোগের ভিত্তিতে বিচারপতি এ কে গয়াল ও বিচারপতি আবদুল নাজিরের বেঞ্চ শুক্রবার নির্দেশ দেন, প্রয়োজন মতো গতিবিধি নিয়ন্ত্রণ করে, পোশাক বিধি ঠিক করে দিয়ে সমস্ত দর্শনার্থীকেই মন্দিরে প্রবেশ ও পুজোর অনুমতি দেওয়া যায় কীনা, তা বিবেচনা করে দেখুক জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টে অভিযোগ উঠেছিল, অনেক মন্দিরেই দর্শনার্থীদের পরিষেবা সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হয়। তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এই বিষয়ে কেন্দ্রকে ৩১ অগস্টের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতিরা।
Be the first to comment