সেনাবাহিনীর সময়মতো হস্তক্ষেপে প্রাণ বাঁচল গেরুয়াধারী তিন সাধুর

Spread the love

ছবি সৌজন্যে- (এএনআই)

সেনাবাহিনীর সময়মতো হস্তক্ষেপে প্রাণ বাঁচল গেরুয়াধারী তিন সাধুর। তাদের ছেলেধরা সন্দেহে আটক করেছিলেন গ্রামবাসীরা। অসমের মাহুরের ঘটনা। ২৬ থেকে ৩১ বছরের উত্তরপ্রদেশের তিন সাধু গাড়িতে হারাঙ্গাজাও থেকে আসছিলেন। তখনই গ্রামের লোকজন তাদের গাড়ি থেকে টেনে নামান। তর্কাতর্কি শুরু হয়। ভিড় বাড়ে গ্রামেরই কয়েকজন কাছের সেনাশিবিরে খবর দেয়। সেনা জওয়ানরা গিয়ে একজনকে উদ্ধার করে। বাকি দুজন পালিয়ে গেলেও তাদের ধরে সেনার হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অসমেরই হাফলংয়েও একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানেও ছেলেধরা সন্দেহে আটক তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর আগে গতমাসে কার্বি আংলংয়ের দেনাগাঁওয়ে দুজনকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। এসবেরই মূলে সোশাল মিডিয়ায় ছেলেধরা নিয়ে গুজব প্রচার। সারা দেশে এই গুজবের বলি হয়েছে অন্তত ২০ জন। গত সপ্তাহেই মহারাষ্ট্রের ধুলেতে পিটিয়ে মারা হয়েছে ৫ জনকে। ত্রিপুরাতেও মারা হয়েছে দুজনকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*