কাজে গতি আনতে আইএএস, ডব্লুবিসিএস অফিসার ও অর্থ দফতরের কর্মীদের বিশেষ প্রশিক্ষণ নবান্নের

Spread the love

রাজ্যের প্রশাসনিক কাজে আরও গতি আনতে রাজ্যের আইএএস ও ডব্লুবিসিএস অফিসার ও অর্থ দফতরের কর্মীদের বিশেষ প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। অফিসারদের কর্মদক্ষতা আরও বাড়নোর জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রশিক্ষণের জন্য পাঠানো হতে পারে বলে জানা গেছে। এমনকি ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ পাঠ নেওয়ার জন্য কথা চলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সঙ্গেও। নবান্নের এক শীর্ষস্থানীয় অফিসার জানিয়েছেন, মানবসম্পদ বৃদ্ধি এবং কাজের গুণগত মান বাড়াতেই অক্সফোর্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানকার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দেখে এসে এ রাজ্যে প্রয়োগ করতে পারবেন ওই অফিসাররা। তাতে উপকার হবে সরকারের। উদাহরণ হিসেবে বলা যায়, অর্থমন্ত্রী হওয়ার পর অমিক মিত্র ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (আইএফএমএস) চালু করেছেন। নয়া এই সিস্টমে বদলে গেছে কাজের ধরন। এই ধরনের আরও আধুনিক প্রক্রিয়ার সঙ্গে ধাতস্থ হওয়ার জন্যই অফিসারদের বিশেষ প্রশিক্ষণের ভাবনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*