শনিবার জয়পুরে নরেন্দ্র মোদীর সভার জন্য ৭ কোটি ২২ লাখ টাকা খরচ করছে রাজস্থান সরকার

Spread the love

শনিবার জয়পুরে আমরুদা বাগ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার জন্য ৭ কোটি ২২ লাখ টাকা খরচ করছে রাজস্থান সরকার। মোদি সেই সভায় নানা কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করবেন। রাজ্য সাধারণ প্রশাসন দফতরের নির্দেশে সভায় লোক আনার জন্য রাজ্য সরকার ৫৫৭৯টি বাস ব্যবহার করা হবে। এই ৭ কোটি টাকা মূলত বিভিন্ন প্রকল্প থেকেই খরচ হবে। বিজেপি সরকারের ১২টি প্রকল্পে উপকৃত আড়াই লাখ লোক ৩৩টি জেলা থেকে মোদির সভায় আসবেন বলে মনে করা হচ্ছে। এই বছরের শেষেই রাজস্থানের ভোট। সাধারণ প্রশাসন দফতর সব জেলাশাসককে জানিয়েছে, বাসের খরচ কল্যাণ প্রকল্পের টাকা থেকে দিতে হবে। বাসের জন্য সরকার কিলোমিটার পিছু ২০ টাকা করে দেবে। সবথেকে বেশি বাস আনা হবে উদয়পুর, আলোয়ার আর আজমির থেকে। শুধু জয়পুরেই নেওয়া হবে ৫৩২টি বাস। ওই স্টেডিয়ামের পাশে বানানো হয়েছে দুটি হেলিপ্যাড। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে। দায়িত্ব রাখা হয়েছে আশপাশের জেলার ১৮ জন এসপিকে। অন্যদিকে, জনগণের টাকা জলের মতো খরচ করার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অশোক গেহলট। সরকারি টাকার এই অপচয় মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*