নেইমার কোনও কথাই বললেন না। ‘নেইমার’ ‘নেইমার’ বলে চিৎকার করলেন ব্রাজিলের অনেক সাংবাদিক। নেইমার হাত দিয়ে চোখ ঢেকে চলে গেলেন। সব আশা ফুরিয়ে যাওয়ার পর কোচ তিতে এসে সংবাদিকদের বলে গেলেন ভাগ্যে তাঁর বিশ্বাস নেই। ফুটবল হল গোলের খেলা। গোল না করতে পারলে হবে না। তাঁর দল অনেক সুযোগ পেয়েছে গোল করার। কিন্তু সময়মতো গোল করে খেলায় ফিরতে পারেনি। ব্রাজিল গোলে শট নিয়েছে ২৬টি, ৯টিই ছিল লক্ষ্যে। বেলজিয়াম মোট ৮টি শট নিয়ে ৩টি গোলমুখে রাখতে পেরেছে এবং তার দুটি থেকে গোল হয়েছে। এটাই ফুটবল।
হাসিতে উজ্জ্বল বেলজিয়ামের স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজ। ব্রাজিলের মতো দলকে হারিয়ে বেলজিয়াম সেমিফাইনালে পৌঁছে গেছে, এতেই তিনি খুশি। এরপর যদি থেমে যায় বেলজিয়াম, তাতেও তাঁর দুঃখ থাকবে না। কেভিন ডি ব্রুইনা আগের ম্যাচগুলোতে আলো ছড়াতে পারেননি, আসল সময়েই উঠেছেন জ্বলে। একটি গোল করেছেন, আক্রমণে ছিলেন তীব্র। কোচের সঙ্গে সাংবাদিক বৈঠকে এসে ম্যান অব দ্য ম্যাচ বললেন সেমিফাইনালের প্রস্তুতির কথা। সেন্ট পিটার্সবার্গের সেমিফাইনালে দেখা হবে ফ্রান্সের সঙ্গে। ‘এখন আমাদের দলের যে অবস্থা তাতে তো মনে হয় ফ্রান্সের সঙ্গেও আমরা জিতব।’
Be the first to comment