এখন থেকে কোনও গ্রেফতারি পরোয়ানা কিংবা জামিনের কাগজে জাতের উল্লেখ থাকবে না। এই নির্দেশ জারি করেছে রাজস্থান হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মা জানান, সংবিধানে জাতিভেদ প্রথাকে নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধিতেও লেখা নেই যে ব্যক্তির পরিচয় জানাতে তার জাতি উল্লেখ করতে হবে। তিনি জানিয়েছেন, রাষ্ট্রের জাতিবিদ্বেষের বিরোধিতা করা উচিত। এনিয়ে পুলিশকে নির্দেশও দিয়েছে বেঞ্চ। তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন কোনওভাবেই অ্যারেস্ট মেমো বা বেল বন্ডে কোনও ব্যক্তির জাতির উল্লেখ না করে। বিষন সিং নামের এক ব্যক্তির দায়ের করা পিটিশনের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। জানা গেছে, গ্রেফতারি পরোয়ানা ও জামিনের কাগজে জাতের নামের মধ্যে অমিল থাকায় জেলে পাঁচদিন বেশি কাটতে হয়েছে তাকে। এরপরেই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।
Be the first to comment