মহেন্দ্র সিং ধোনি
জন্ম: ৭ জুলাই, ১৯৮১
তিনি ঝাড়খণ্ডের রাচি এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার। বর্তমানে তিনি ভারতের একদিনের আন্তর্জাতিকে অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত ২০০৭ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০, ২০০৭-০৮ সালের সিবি সিরিজ, ২০০৮ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে একটি সিরিজ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে। তার অধিনায়কত্বেই ভারত টেস্টের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল। এখনও পর্যন্ত টেস্ট এবং ওয়ান-ডে ইন্টারন্যাশনালে তার রেকর্ড ভারতীয় অধিনায়কদের মধ্যে সেরা। তিনি ২০১৩ সালে ইংল্যান্ড এ অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেন ,সেই সাথে বিশ্বের প্রথম অধিনায়ক যিনি আইসিসি র সব টুর্নামেন্ট জয় করার কৃতিত্ব রয়েছে । আইপিএল ২০১০ ও চ্যাম্পিয়ন্স লীগে তিনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব করছেন। তার নেতৃত্বে ভারতীয় দল প্রথম শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ইন্টারন্যাশনাল সিরিজ জয় করেছে এবং ভারত কুড়ি বছর পর অস্ট্রেলিয়াকে টেস্টে হারাতে সক্ষম হয়েছে।
ধোনি একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। তিনি ২০০৮ ও ২০০৯ সালে আইসিসি একদিনের ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পান। তিনিই প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন ও দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
কৈলাশ খের
জন্ম: জুলাই ৭, ১৯৭৩
তিনি ভারতীয় লোক সঙ্গীত দ্বারা অনুপ্রাণীত পপ-রক গায়ক। তিনি ভারতীয় চলচ্চিত্রে প্রায় ২০টি ভাষায় প্রায় তিনশতাধিক গান গেয়েছেন। তিনি কাওয়ালি গায়ক নুসরাত ফাতেহ আলী খান এবং শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত কুমার গন্ধর্ব কর্তৃক সঙ্গীতে অনুপ্রানিত হয়েছেন। তিনি মিরচি চলচ্চিত্রের জন্যে শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
মনজোত সিং
জন্মঃ ৭ জুলাই, ১৯৯২
তিনি একজন ভারতীয় অভিনেতা। তিনি ওয় লাকি লাকি ওয়ে, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, ফাকরে ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment