ভয়ঙ্কর বন্যায় কম করেও ৮৫ জনের মৃত্যু হয়েছে জাপানে। নিখোঁজ ৪০ জন। গৃহহীন ২০ লক্ষ মানুষ। দক্ষিণ পশ্চিম জাপানে প্রবল বৃষ্টিতে বন্যা ও ধস নেমেছে। বেশিরবাগ মৃত্যুই হয়েছে হিরোসিমা এবং এহিমেতে। মোট আটটি জেলা ক্ষতিগ্রস্ত। হিরোসিমার কাছে কাইতা শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও উত্তরে গিফুতে সুবাগাওয়া নদী প্রবল তোড়ে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা। জাপানের ক্যাবিনেট সচিব যোশিহিদে সুগা জানিয়েছেন, রেকর্ড বৃষ্টিপাতে নদীগুলির তীর ভেঙেছে। উদ্ধারের কাজ নামানো হয়েছে সেনাবাহিনীকে। পশ্চিম জাপানের বিরাট এলাকায় আবহাওয়া দপ্তর চূড়ান্ত সতর্কতা জারি রয়েছে। তারা জানাচ্ছে, উজাইমা শহরে দুঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৬৪ মিমি। গোটা জুলাই মাসের গড় বৃষ্টিপাতের দেড় গুণ। সুকুমো শহরে বৃষ্টিপাতের পরিমাণ ২৬৩ মিমি। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি রয়েছে এখনও।
Be the first to comment