ভারতীয় মহিলা টি-২০ টিমের ক্যাপ্টেন হরমনপ্রিত কাউরের পুলিশের ডিএসপি পদটি কেড়ে নেওয়া হয়েছে। তাঁর স্নাতকস্তরের ডিগ্রি নিয়ে বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, তদন্তের পর দেখা গিয়েছে, হরমনপ্রিতের ডিগ্রিটি জাল। এর আগে এই জাল ডিগ্রি নিয়ে প্রশ্ন করলে হরমনপ্রিত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তিনি মোহালিতে এক অনুষ্ঠানে তাঁর ভ্যানিটি ভ্যানের বাইরে সাংবাদিকদের এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছিলেন। অনেক চেষ্টার পরে হরমনপ্রিত জানান,তিনি বিষয়টি জানেন। সরকার দেখছে। এর আগে তিনি রেলে কাজ করতেন। এবছর তিনি রেল ছেড়ে পুলিশে যোগ দিয়েছেন। পাঞ্জাবের মোগার বাসিন্দা হরমনপ্রিত ১ মার্চ পুলিশে যোগ দিয়েছেন। পাঞ্জাব সরকার তাঁকে জানিয়ে দিয়েছে, যেহেতু তাঁর তিনি ১২ ক্লাস পাশ, তাই তিনি কনস্টেবল পদে যোগ দিতে পারেন। তবে ভারতীয় ক্রিকেটার হিসেবে তাঁর আন্তর্জাতিক খ্যাতির কথা মাথায় রেখে সরকার কোনও আইন পদক্ষেপ নিচ্ছে না।
Be the first to comment