প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। মঙ্গলবার সকালে শহরের বহু এলাকা জলমগ্ন। শহরতলির ট্রেন চলাচল ব্যাহত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামি ৩৬ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহত্তর মুম্বই, থানে, রায়গড়, পালঘর জেলায়। সোমবার বিকেল থেকে টানা বৃষ্টিতে দাদার, সিওন, ওয়াডলা, কিংস সার্কেল ও অন্য এলাকায় প্রচুর জল জমেছে। নাল্লাসোপারায় জল জমে যাওয়ায় ভাসাই রোড ও বিরারের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেললাইনে কোথাও কোথাও ২০০ মিমি জল দাঁড়িয়ে গিয়েছে। তবে মধ্য রেল জানিয়েছে, তাদের তিনটি শাখায় ট্রেন স্বাভাবিকবাবেই চলছে। কোলাবায় বৃষ্টি হয়েছে ৯ ঘণ্টায় ১০৫ মিমি, সান্তাক্রুজে ৭৬ মিমি। মুম্বইয়ের ডাব্বাওয়ালারাও মঙ্গলবার তাদের পরিষেবা বন্ধ রেখেছে।
Be the first to comment