১৮৫ কেজি ওজনের একটি উড়ন্ত মাছ উদ্ধার হল দিঘার সমুদ্রে। মাছটি লম্বায় ১১ ফুট আর গলার কাছে বেড় তাও প্রায় ৫ ফুট। ওড়িশার ধামরার শংকর গিরি নামে এক মৎস্যজীবী আজ সকালে ওই মাছটি দিঘার মোহনায় নিয়ে আসেন। এই নামের সঙ্গে পরিচিত হলেও অনেকেই উড়ন্ত মাছ চোখে দেখেনি। তাই এই মাছ উদ্ধারের খবর সামনে আসতেই ভিড় জমে দিঘা উপকূলে। তবে মৎস্যজীবী শংকর গিরি জানিয়েছেন, তিনি নাকি মাছটিকে উড়ন্ত অবস্থায় দেখেছেন। এক ক্রেতা ১০ হাজারে মাছটি আড়ত থেকে কেনে।
শত শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সমুদ্র থেকে উঠে ডানা মেলে উড়তে থাকে এই মাছ। সর্বোচ্চ ২০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে। প্রতি ঘণ্টায় গতি থাকে প্রায় ৭০ কিলোমিটার। একটানা যেতে পারে ১৬০ ফুট দূরত্ব। মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মাছ প্রথমে সমুদ্রের জলের উপর ভেসে ওঠে। এরপর লেজ নাড়িয়ে পাখির মতো উড়তে শুরু করে। শূন্য থেকে নামার সময় পাখির মতো ধীরে ধীরে ডানা দুটো ভাঁজ করে সমুদ্রের জলে হারিয়ে যায়। পৃথিবীর গ্রীষ্মমণ্ডল অঞ্চলগুলোর সাগরে উড়ন্ত মাছের দেখা পাওয়া যায়। বিশ্বজুড়ে প্রায় ৬৪ প্রজাতির উড়ন্ত মাছের খোঁজ পাওয়া গেছে।
Be the first to comment