ব্যবসা করার পক্ষে ভারতে সবথেকে ভালো রাজ্য অন্ধ্রপ্রদেশ। বিশ্বব্যাঙ্ক ও ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রোমোশন দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমীক্ষা করে মঙ্গলবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই তালিকায় অন্ধ্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা, তৃতীয় হরিয়ানা। গতবার অন্ধ্রের সঙ্গে তেলেঙ্গানাও যুগ্মভাবে প্রথম স্থানে ছিল। প্রথম দশটি শিল্পবান্ধব রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গের জায়গা সবার পরে, দশম স্থানে। অন্ধ্রপ্রদেশের স্কোর যেখানে ৯৮.৬২%, সেখানে পশ্চিমবঙ্গ পেয়েছে ৯৪,৭০%। দশ রাজ্যের তালিকায় চতুর্থ স্থানে ঝাড়খণ্ড। তাদের স্কোর ৯৭.৯৯%। পাঁচ নম্বরে গুজরাট, ৯৭.৯৬%। ছত্তিশগড়ের স্থান ষষ্ঠ, ৯৭.৩৬%। সপ্তম স্থানে মধ্যপ্রদেশ, ৯৭.৩১%। অষ্টমে কর্নাটক,৯৬.৪০%, নবমে রাজস্থান ৯৪.৭০%। শিল্প ও বাণিজ্যমন্ত্রক তালিকা প্রকাশ করে জানিয়েছে, বিভিন্ন রাজ্যের মধ্যে লগ্নি টানার প্রতিযোগিতাই এই তালিকার লক্ষ্য। বিশ্বব্যাঙ্কের শিল্পবান্ধব দেশের তালিকায় ভারত ১৯০টি দেশের মধ্য ১০০ নম্বরে।
Be the first to comment