এক আইএএস অফিসারের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির প্রক্রিয়া শুরু করেছে জম্মু কাশ্মীর সরকার। ২০১০ সালের ব্যাচের আইএএস পরীক্ষায় প্রথম স্থানাধিকারী শাহ ফয়সাল টুইটে লাগাতার ধর্ষণের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণমন্ত্রক এই টুইটকে ফয়সালের সততা ও কর্তব্যে চারিত্রিক অখণ্ডতা রক্ষায় ব্যর্থতা বলে জানিয়েছে। তাঁর কাছে পাঠানো একটি নোটিশে সাধারণ প্রশাসন বিভাগ বলেছে, সরকারি কোনও অফিসারের কাছে এই আচরণ প্রত্যাশিত নয়। তারা বিভাগীয় শাস্তির প্রক্রিয়া শুরু করেছে। ফয়সাল টুইটে লিখেছেন, পপুলেশন + প্যাট্রিয়ার্কি+ইললিটারেসি+অ্যা
তাঁর কথা, “দক্ষিণ এশিয়ায় ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে আমার একটা ব্যঙ্গের টুইটের জন্য বসের কাছ থেকে প্রেমপত্র পেয়েছি। গণতান্ত্রিক ভারতে বিবেকের স্বাধীনতা চেপে দিতে ঔপনিবেশিক আমলের আইনবিধি প্রয়োগ হচ্ছে, এটাই দুর্ভাগ্যের। তিনি চান, আইনের বদল হোক।
Be the first to comment