মোটরবাইকে মায়ের মৃতদেহ মর্গে নিয়ে গেলেন ছেলে

Spread the love

অমিল শববাহী যান, মোটরবাইকে মায়ের মৃতদেহ মর্গে নিয়ে গেলেন ছেলে। স্বাস্থ্য পরিষেবার এমনই বেহাল দশা মধ্যপ্রদেশের টিকমগড় জেলার মোহনগড় স্বাস্থ্যকেন্দ্রের। রান্না করার সময় সাপে কাটে মাস্তাপুরের বাসিন্দা কুনওয়ারা বিবিকে। কী হয়েছে বুঝতেই কিছুটা সময় পেরিয়ে যায়। অ্যাম্বুলেন্স নেই, তাই বাইকে চাপিয়েই তাঁকে মোহনগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ছেলে রাজেশ। যদিও শেষরক্ষা হয়নি। বিষক্রিয়ায় মৃত্যু হয় তাঁর। পুলিশ জানায় ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যেতে হবে মর্গে। কিন্তু মর্গের দূরত্ব প্রায় ৩৫ কিমি। একই সমস্যা সেখানেও। না অ্যাম্বুলেন্স, না শববাহী যান কোনটারই ব্যবস্থা নেই স্বাস্থ্যকেন্দ্রে। তাই বাধ্য হয়েই, এক আত্মীয়ের সহযোগিতায় বাইকে করেই মর্গে নিয়ে যাওয়া হয় দেহ। সেই ভিডিও ভাইরাল হতেই টনক নড়ে জেলা স্বাস্থ্য আধিকারিকদের। ময়না তদন্তে শেষে অবশ্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। এই ঘটনায় মধ্যপ্রদেশের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*