সমকামিতা নিয়ে সিদ্ধান্তের ভার সুপ্রিম কোর্টের ওপরই ছেড়ে দিল কেন্দ্র। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করার দাবিতে সুপ্রিম কোর্টের শুনানিতে বুধবার কেন্দ্রের তরফে এই কথা জানানো হয়েছে। কোর্টের বিবেচনার ওপরই বিষয়টি ছেড়ে দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের পাঁচ সদস্যের বেঞ্চ ২০১৩ সালে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে। সমকামিতাকে অবৈধ করা আইনকে অসাংবিধানিক বলে দিল্লি হাইকোর্টের রায় সেই সময় খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শুনানিতে বেঞ্চ জানায়, তারা সমকামী বিয়ে বা লিভ ইনের বিষয়টি বিবেচনা করবে না।
Be the first to comment