রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরা :
শুরু হয়ে গেছে বর্ষা কাল। একে তে ভরা বর্ষা কাল তাতে আবার বিয়ের মরশুম। যারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাদের তো একেবারে নাজেহাল অবস্থা। বৃষ্টি মাথায় নিয়ে দোকান ঘুরতে ঘুরতে স্কিন আর চুলের যেন বারো টা বেজে যায় অবস্থা।
কিন্তু যদি একটু নিয়ম মাফিক চলা যায় তাহলে এই সমস্যা থেকে অনায়াসে বেরিয়ে আসা তো যায় ই সাথে একদম ঝক ঝকে ত্বক ও চুল নিয়ে
বিয়ের পিঁড়ি তে বসে আপনি সকলকে তাক লাগিয়ে দিতে পারেন।
প্রথমে বলি এই বর্ষা কালে খুব ঘাম হয় তাই শরীর কে ঠান্ডা রাখার খুব প্রয়োজন ও ডায়েট এর ওপর জোর দেওয়ার বিশেষ খেয়াল রাখার দরকার।
এই সময় রোজ মাথায় শ্যাম্প দেওয়ার খুব প্রয়োজন নাহলে মাথায় ফাংগাল ইনফেকসান এর প্রবণতা থাকে। সেক্ষেএে বর্ষার কথা মাথায় রেখে ফ্লোরার অ্যালোপেসিয়া শ্যাম্প ও অ্যান্টি ডানড্রফ শ্যাম্প অলটারনেটিভ ভাবে মিশিয়ে মাখতে হবে।
সারাদিনে ২-৩ বার ফ্লোরার ফেস ওয়াস দিয়ে মুখ ধুয়ে ফ্লোরার টোনার ও তারপর সানস্কিন লোশান ব্যবহার করতে হবে। দিনে একবার করে ফ্লোরার ট্যান ক্লিয়ার স্ক্রাব ব্যবহার করলে ট্যান একদম চলে যাবে।
ফ্লোরার স্প্ল্যাশ অ্যান্টিসেপটিক লোশান টা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে বর্ষার জলে আর কোন অসুবিধা হবে না।
আর যাদের সামনে বিয়ে তারা ফ্লোরার ভেজ, গোল্ড ও পার্রল কিট টা বাড়িতে প্রতি সপ্তাহে ব্যবহার করবেন এতে ত্বক অনেক চকচকে ও উজ্জল হবে।
Be the first to comment