২০৫০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা ৯০৮ কোটি ছাড়িয়ে যাবে

Spread the love

২০৫০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা ৯০৮ কোটি ছাড়িয়ে যাবে। শুধুমাত্র গত ১২ বছরেই যোগ হয়েছে ১০০ কোটি। যার প্রায় ৬০ শতাংশ এশিয়ার। বর্তমানে এশিয়ার জনসংখ্যা প্রায় ৪০৫ কোটি। এরপরেই তালিকায় রয়েছে আফ্রিকা ও ইউরোপ। বিশ্ব জনসংখ্যা দিবসে এমনটাই তথ্য প্রকাশ করল বিশ্বব্যাঙ্ক। বিশ্বব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ১৯৫০ থেকে এই পর্যন্ত জনসংখ্যা বেড়েছে প্রায় ৩গুণ। বর্তমানে জনসংখ্যা প্রায় ৭০৬ কোটি। সেই ধারা এখনও অব্যাহত। ২০৫০ সালের মধ্যেই এটা ৯০৮ কোটি ছাড়িয়ে যাবে। আর জনবিস্ফোরণের জন্য দায়ী হবে, এমন ১০টি দেশের তালিকা দিয়েছে সংস্থাটি। দেশগুলি হল, ভারত, নাইজেরিয়া, কঙ্গো রিপাবলিক, পাকিস্তান, ইথিওপিয়া, তানজানিয়া, আমেরিকা, উগান্ডা, ইন্দোনেশিয়া, মিশর। আমেরিকাকে সরিয়ে তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দেশে হিসেবে উঠে আসবে নাইজেরিয়া। গোটা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশের গড় আয়ু এখন ৬০। সেই হিসেবে ২১০০ সাল নাগাদ বৃদ্ধদের মোট জনসংখ্যা হবে চার ভাগের এক ভাগ। আর শূন্য থেকে ১৪ বছর বয়সী শিশুরা সংখ্যাগতভাবে ছাপিয়ে যাবে বড়দের। আর ভারত ছাড়িয়ে যাবে চিনকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*