উন্নাও ধর্ষণ মামলায় বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হল সিবিআইয়ের প্রথম চার্জশিটে। লখনউয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে সিবিআই কুলদীপের ভাই সহ পাঁচজনের নামে চার্জশিট দেয়। ওই পাঁচজন লখনউ জেলে বন্দি রয়েছে। গত এপ্রিলে চাকরি চাইতে বিধায়কের বাড়িতে গিয়ে ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ করেন এক তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে কুলদীপকে গ্রেফতার করে সীতাপুর জেলে নিয়ে যাওয়া হয়। যে মহিলা সেই তরুণীকে নিয়ে গিয়েছিল, তাকেও গ্রেফতার করা হয়। পরে ওই তরুণী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করলে খবরটি জানাজানি হয়। বিচারবিভাগীয় হেফাজতে মারা যান তরুণীর বাবা। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছিল। দেশজোড়া ধিক্কারের মধ্যে যোগী আদিত্যনাথের সরকার সিবিআই তদন্তের আদেশ দিতে বাধ্য হয়।
Be the first to comment