বিরোধীরা বলছে, লোকসভা ভোটের আগে বিজেপির নয়া চমক। বিজেপি অবশ্য বলছে, কালো টাকার শিকড় সন্ধানে অভিনব পদক্ষেপ। সবমিলিয়ে গুগলের ধাঁচে কালো টাকার খোঁজার সার্চ ইঞ্জিন নিয়ে এখন নানা মুনির নানা মত। যাতে সার্চ করলেই নাকি বোঝা যাবে কোনও লেনদেন আইনসম্মত আর কোন লেনদেন বেআইনি। এর আগেও কালো টাকার কবল থেকে দেশকে মুক্ত করতে নোট বাতিল, জিএসটির মতো পদক্ষেপ নিয়েছিলেন মোদি। যদিও সেসবের সুফল নিয়ে তরজা থামেনি আজও। সম্প্রতি, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, বেআইনি লেনদেন খাতিয়ে দেখতে একটি নতুন সার্চ ইঞ্জিন তৈরির কথা ভাবা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে এনিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। প্রস্তাবিত ওই সার্চ ইঞ্জিনে দেশের প্রতি দিনের সমস্ত লেনদেন নথিভুক্ত হবে ও সার্চ ইঞ্জিনে। ফলে কোনও ব্যক্তির লেনদেন বৈধ বা অবৈধ, তা চিহ্নিত করা যাবে সহজেই। প্রতিটি তথ্যের হিসেব থাকবে সেখানে। শুধু তাই নয়, বেনামি সম্পত্তি বা হিসেববহির্ভূত সম্পত্তি কেনাবেচা সবকিছুই রোখা সম্ভব হবে। যদিও, নিয়ম অনুযায়ী এখনও দেশের প্রত্যেক নাগরিকের লেনদেনের হিসেব থাকে সরকারের কাছে। স্বাভাবিকভাবেই আলাদা করে সার্চ ইঞ্জিনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল। তাছাড়া, হ্যাকারদের কাছেও প্রকাশিত হয়ে যেতে পারে আর্থিক লেনদেনের তথ্য, সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সাইবার বিশেষজ্ঞরা।
Be the first to comment