ইংল্যান্ডে মোটা অঙ্কের টাকা আর্থিক জরিমানার মুখে পড়তে চলেছে ফেসবুক। সেই কেমব্রিজ অ্যানালিটিকার সূত্রে ধরেই তথ্য ফাঁসের কারণেই এই বিপত্তি। বিবিসি সূত্রে জানা গেছে, প্রায় ৫ লাখ পাউন্ড জরিমানা করা হতে পারে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সেদেশের ইনফরমেশন কমিশনার্স অফিস (আইসিও)। আইসিওর মুখপাত্র জানান, শুধু ফেসবুক নয়, কেমব্রিজ অ্যানালিটিকার অধুনালুপ্ত মূল প্রতিষ্ঠান স্ট্যাটিজিক কমিউনিকেশন ল্যাবরেটরিজ ইলেকশনের বিরুদ্ধেও অপরাধ করার দায়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তথ্য ফাঁসের আর্থিক জরিমানার ক্ষেত্রে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ। প্রসঙ্গত, কেমব্রিজ অ্যানালিটিকার প্রাক্তন কর্মী ক্রিস্টোফার উইলির ফাঁস করা তথ্য থেকে জানা যায়, অ্যানালিটিকা ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাঁদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করেছে। প্রায় আট কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য তারা অন্যত্র হস্তান্তর করেছে। সেই তথ্য ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে। আর ফেসবুকও সেই তথ্য মুছে ফেলার ব্যাপারে যথেষ্ট উদ্যোগী হয়নি। সেই কারণের তথ্য পাচারের সুযোগ পেয়েছে সংস্থাটি
Be the first to comment