আরও একবার শিক্ষক নিয়োগে আটকে গেল হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশনের এগারো, বারো শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেই কাউন্সেলিং করার নির্দেশ দিয়েছেন বিচারপতি শেখর ববি সরাফ। ফলে প্রায় ৫০ হাজার শিক্ষকের নিয়োগ ফের অনিশ্চিত হয়ে পড়ল।
উল্লেখ্য, ২০১৬ সালে উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়৷ গত ৬ জুলাই এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী ১৬-২১ জুলাই প্যানেলে নির্বাচিত প্রার্থীদের কাউন্সেলিং-এর জন্য ডাকে৷ গত ৬ জুলাই শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষায় উত্তীর্ণদের কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন৷ সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে কয়েকজন নিয়োগপ্রার্থী বিচারপতি শেখর ববি সরাফের এজলাসে মামলা দায়ের করেন৷ আবেদনকারীদের বক্তব্য, উত্তীর্ণ পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হোক৷ একইসঙ্গে পিডিএফ ফর্মাটে সমস্ত প্রার্থীর নাম এসএসসি-এর অফিসিয়াল সাইটে প্রকাশের দাবিও করা হয়েছে। তাঁদের দাবি, ২০১৩ সালে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে এবছর কেন তা হবে না। মামলার জট কাটিয়ে এতদিন পর শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছিল এসএসসি। এবারের মামলায় তা আবার আটকে গেল।
Be the first to comment