ক্রোয়েশিয়া শুধু ম্যাচই জেতেনি, তাদের সুন্দরী প্রেসিডেন্ট জিতে নিয়েছেন হাজার হাজার ফুটবলপ্রেমীর মনও। রাশিয়া বিশ্বকাপে প্রেসিডেন্ট কলিন্ডা গ্রাবার কিতারোভিচ নিজে গিয়েছেন টিমের সঙ্গে একই বিমানের ইকোনমি ক্লাসে। গায়ে টিমের জার্সি পরে গ্যালারিতে সমানতালে উৎসাহ দিয়েছেন। এমনকী, আচমকা খেলোয়াড়দের ড্রেসিং রুমে ঢুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছেন তাদের। রাশিয়াকে হারানোর পর খেলোয়াড়দের সঙ্গে তিনিও পা মিলিয়েছেন নাচে। তাঁর ভিডিও আর ছবি সোশাল সাইটে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল। নিজের দেশের ফুটবল টিমের জন্য তাঁর এই আবেগঘন উপস্থিতি বাহবা কুড়িয়েছে সর্বত্র। সেমি ফাইনালের আগে কলিন্ডা তাঁর সরকারি ওয়েবসাইটে খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাদায়ক নানা মন্তব্য করেছেন। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কলিন্ডা ক্রোয়েশিয়ার চতুর্থ প্রেসিডেন্ট। গোটা পূর্ব ইউরোপে তিনিই প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান। বয়স ৫০ বছর। পর্তুগিজ, ইটালিয়ান সহ আটটা ভাষা ভালোই বলতে পারেন। স্বামী জ্যাকব কিতারোভিচ। তাঁদের দুই সন্তান।
Be the first to comment