জমি মাফিয়ারাজে জড়াচ্ছে পুলিশ ও ভূমি দপ্তরের কর্মীরাঃ মুখ্যমন্ত্রী

Spread the love
জমি দখল ও মাফিয়ারাজ নিয়ে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি মাফিয়ারাজে পুলিশ ও ভূমি দপ্তরের কর্মীদের নাম জড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তরকন্যায় আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকেই জমি দখলের প্রসঙ্গ তোলেন। বলেন, “জমি দখল করছে কিছু মাফিয়া। সরকারি জমি ও ব্যক্তিগত জমি দখল করছে। মাফিয়ারাজ চলছে। আমাদের দলেও এসব চাই না। প্রশাসনকে বলছি, কঠোর পদক্ষেপ নিন।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “কিছু ক্ষেত্রে পুলিশ ও ভূমি দপ্তরের আধিকারিকরা এসবে যুক্ত হচ্ছেন। কাউকে ছাড়ব না। এত টাকা কী করবেন? অসৎ পথে এত টাকার প্রয়োজনই বা কোথায়? কী খাবেন? কত টাকা লাগে জীবনযাপনে? কয়লা হোক বা জমি। মাফিয়ারাজ মানব না।” দার্জিলিং ও জলপাইগুড়িতে জমি দখলের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দার্জিলিং ও জলপাইগুড়িতে অভিযোগ পেয়েছি। তদন্ত হচ্ছে। পুলিশকে নির্দেশ দিচ্ছি, অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে সক্রিয় করে হাতেনাতে এসব ধরুন। কাউকে প্রশয় দেবেন না।
মুখ্যমন্ত্রী বলেন, সরকারি জমি জনগণের সম্পত্তি। উন্নয়নের কাজে লাগে। তা বেহাত হয়ে যাচ্ছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধে সিভিল ও ক্রিমিনাল অফেন্সের নানা ধারায় মামলা করুন, গ্রেপ্তার করুন। আধিকারিকরা এসবে যুক্ত হলে তাঁদেরও ছাড়বেন না। কেউ কেউ ভাবেন, বদলি হয়ে চলে যাবেন অন্যত্র। কিন্তু দুর্নীতি করে গেলে ঠিক খুঁজে বার করে শাস্তি দেব। BLRO, SDLRO-রা এসবে জড়াবেন না। আপনাদের দায়িত্ব আছে। জমির নিবন্ধনের আগে ভালো করে খতিয়ে দেখুন কার জমি, কে নিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*