আরএসএস-এর রোষে পড়লো ‘সঞ্জ‌ু’

Spread the love

বক্স অফিসে যখন রমরমিয়ে ব্যবসা করছে রাজু হিরানির ‘সঞ্জ‌ু’, তখন সঞ্জয় দত্তের বায়োপিকের তীব্র নিন্দা করল RSS-এর সাপ্তাহিক মুখপত্র পাঞ্চজন্য৷ রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জ‌ু’-র সমালোচনা করে পাঞ্চজন্য-এর সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘অভিনেতার কুকর্ম বা দোষ ও আন্ডারওয়ার্ল্ডকে মহিমান্বিত করা হয়েছে সিনেমাটিতে৷’ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি-র সঙ্গে হলিউডের তুলনা টেনে সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘আশ্চর্য লাগে, হলিউড যখন রামানুজনের জীবনীর উপর দ্য ম্যান হু নিউ ইনফিনিটি-র মতো ছবি তৈরি করছে, তখন বলিউড সেলিব্রেট করছে আন্ডারওয়ার্ল্ডকে৷’

এছাড়াও, ৯৩ সালের মুম্বই বিস্ফোরণ ও অস্ত্র মামলায় সঞ্জয় দত্তের গ্রেপ্তারির প্রসঙ্গ টেনে RSS মুখপত্র লিখছে, ‘সঞ্জয় দত্তের কুঅভ্যাসের সংখ্যা নিছক কম নয়৷ ৯৩ সালের মুম্বই বিস্ফোরণ ও দাঙ্গায় তাঁর নাম জড়িয়েছিল৷ তিনি পুলিশকে না-জানিয়ে অস্ত্র রেখেছিলেন নিজের বাড়িতে৷ তিনবার বিয়ে করেছেন এবং কন্যার সঙ্গে দীর্ঘ দিন দেখাও করেননি৷ সিনেমা অনুযায়ী, ৩০৮ জন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সঞ্জয়ের৷ মা-বাবাকে সম্মান করেননি কোনও দিন৷ এটাই সঞ্জয় দত্ত৷’

পরিচালক রাজুমার হিরানির বোধ নিয়ে প্রশ্ন তুলে পাঞ্চজন্য-র বক্তব্য, ‘ওঁর আগের ছবি PK ছিল হিন্দুত্ব বিরোধী৷ সঞ্জয় দত্ত মহিমান্বিত করার মতো হিরো? বলিউড কি ওঁকে আদর্শ করতে চাইছে?’ এখানেই শেষ নয়, আন্ডারওয়ার্ল্ডের প্রতি বলিউডের আসক্তি রয়েছে বলেও মন্তব্য করা হয়েছে ওই সম্পাদকীয়তে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*