সঞ্জয় মাঞ্জরেকার
জন্ম: ১২ জুলাই ১৯৬৫
তিনি হলেন ভারতীয় সাবেক ক্রিকেটার। তিনি একজন ডান হাতি মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ১৯৮৭ থেকে ১৯৯৬ পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি ৩৭.১৪ গড়ে টেস্ট ক্রিকেটে মাত্র দুই হাজার রান করেন। তিনি মাঝে মধ্যে উইকেটরক্ষক হিসেবে ভূমিকা পালন করেছেন। তিনি তার ক্রিকেট জীবনের শেষে বর্তমানে একজন ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
মুনাফ মুসা প্যাটেল
জন্ম: ১৩ জুলাই, ১৯৮৩, ইখার, গুজরাট
তিনি হলেন একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি দিলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চল, গুজরাট মুম্বাই ক্রিকেট দল এবং মহারাষ্ট্র ক্রিকেট দলের হয়ে খেলে থাকেন।
২০০৩ সালে মাত্র ২০ বছর বয়সের আগেই গুজরাটের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেন তিনি। যেখানে তিনি চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনের ভারতীয় চেয়ারম্যান ও নির্বাচক কিরণ মোর কর্তৃক আমন্ত্রন লাভ করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment