ট্যাক্সির মিটারের ক্যালিব্রেশনের জন্য সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার। ১৪ অগাস্টের মধ্যে সমস্ত ট্যাক্সির মিটারের ক্যালিব্রেশন করাতে হবে। আজ মোটর ভেহিকেলসের ডাকা এক বৈঠকে এমনটাই জানিয়ে দেওয়া হয়।
আজ ট্যাক্সির চালক-মালিকপক্ষকে বৈঠকে ডাকে মোটর ভেহিকেলস। বৈঠকে মোটর ভেহিকেলসের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্সিগুলির মিটারের ক্যালিব্রেশন করাতে হবে। না হলে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
১ জুন থেকে ট্যাক্সির ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ট্যাক্সির ন্যূনতম ভাড়া ২৫ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়। এবং প্রতি ২০০মিটার এর পর তিন টাকা করে বৃদ্ধি পায়। তবে নতুন ভাড়া চালু হলেও ট্যাক্সির মিটারের ক্যালিব্রেশন করা হয়। তাই যাত্রী হেনস্থা কমাতে দ্রুত মিটারগুলির ক্যালিব্রেশন করাতে হবে।
বৈঠকে ট্যাক্সি সংগঠনগুলির তরফে দাবি করা হয়েছে, প্রত্যেক ট্যাক্সিতে প্রিন্টার অবশ্যই বসাতে হবে। এর ফলে কারচুপি কমলে বলে আশা করছে ট্যাক্সি সংগঠনগুলি। বর্তমানে শহর ও শহরতলি মিলিয়ে মোট ২২ হাজার ট্যাক্সি চলছে। এত কম সময়ের মধ্যে কীভাবে ২২ হাজার ট্যাক্সির মিটার ক্যালিব্রেশন করানো সম্ভব তা নিয়ে সংশয়ে ট্যাক্সি মালিকরা।
Be the first to comment