ও যেন হাওয়ার থেকেও হালকা, আগুনের থেকেও তেজই! দাবানলের মতোই মুহূর্তে দিগন্ত থেকে বিস্তৃত দিগন্ত ছড়িয়ে পড়ার শক্তি ওর আছে। এই সেই মেয়ে, যে প্রথমবার ট্র্যাকে নেমেই বিশ্বজয় করল। আন্তর্জাতিক মঞ্চে প্রথম আবির্ভাবেই সোনা জয়, বিরলের থেকেও বিরলতম নজির গড়ল অসমের ‘হীরের টুকরো’ হিমা।
৪০০ মিটার দৌড় শেষ করতে এই স্প্রিন্টার সময় নিল মাত্র ৫১.৪৬ সেকেন্ড। বিশ্ব অ্যাথেলিটে এটাই সম্ভবত সেরা রেকর্ড। প্রথমে পিছিয়ে থেকেও শেষ ল্যাপে বাজিমাত করেছে অসমের এই মেয়ে। শেষ ৮০ মিটারে হিমার বিদ্যুত্ গতি একে একে পরাস্ত করেছে বিশ্বের তাবড় থেকে তাবড় স্প্রিন্টারদের। আর ফিনল্যান্ডে অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পরই ১৮ বছরের হিমা ঢুকে পড়েছে এলিট ক্লাবে। অতীতে অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে পদক জয়ী সীমা পুনিয়া (ব্রোঞ্জ, ডিসকাস), নভোজিত্ কৌর ঢিলন (ব্রোঞ্জ, ডিসকাস), নীরজ চোপড়ার (সোনা, বর্শা নিক্ষেপ) সঙ্গেই এবার জুড়ল হিমার নামও।
Be the first to comment