বদলাচ্ছে ইসকনের রথের চাকা

Spread the love
দল হতে চলেছে ইসকনের রথের চাকা। ৪১ বছর পর রথের চাকা বদল করতে চলেছে ইসকন কর্তৃপক্ষ। ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকদিন আগেই রথের চাকা নষ্ট হয়ে গেছে। উপযুক্ত চাকার অভাবে চাকা বদলানো সম্ভব হয়নি। এতদিন ডানলপ এই চাকা তৈরি করত। কিন্তু, ডানলপ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ে বিপত্তি। অবশেষে MRF-র চাকায় গড়াবে ইসকনের রথ।
ইসকন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, MRF সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে। চাকাগুলি বিনামূল্যে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এবার রথের থিম হিডেন ট্রেজ়ার্স অফ কলকাতা। কলকাতায় গুপ্তধন রয়েছে, সেকথাই তুলে ধরা হবে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে। ১৪ জুলাই বেলা ১ টার সময় শুরু রথযাত্রাহাঙ্গার ফোর্ড স্ট্রিট হয়ে AJC বোস রোড-শরৎ বোস রোড-হাজরা রোড-চৌরঙ্গি রোড-এক্সাইড-আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথযাত্রা শেষ হবে।
উল্টোরথের রুটটা জেনে নিন-
ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হয়ে আউট্রাম রোড-ডরিনা ক্রসিং-এসএন বানার্জি রোড-মৌলালি ক্রসিং-CIT রোড-সেভেন পয়েন্ট-শেকসপিয়র সরণি-হাঙ্গার ফোর্ড স্ট্রিট-ইসকন টেম্পলএকদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থাকবে রথ।মেলা হবে, বিভিন্ন অনুষ্ঠান হবেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বেলা ২টে থেকে আড়াইটের মধ্যে রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*