প্রশাসনিক বৈঠক করতে পাঁচদিনের সফরে শিলিগুড়িতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরকন্যায় তিনি চা উপদেষ্টা পর্ষদের বৈঠক করেন। এই বৈঠকে নোটিফিকেশন জারি করেও চা বাগান অধিগ্রহণ না করায় কেন্দ্রের সমালোচনা করেন তিনি। পাশাপাশি যৌথ মঞ্চের ডাকে আগামী ২৩ জুলাই থেকে প্রস্তাবিত তিন দিনের বনধেরও বিরোধিতা করেন। এই বৈঠকে চা উপদেষ্টা পর্ষদের সদস্যরা ছাড়াও GTA প্রশাসনিক বোর্ড চেয়ারম্যান বিনয় তামাং, শ্রমমন্ত্রী মলয় ঘটক, ইন্দ্রনীল সেন, রবীন্দ্রনাথ ঘোষ এবং গৌতম দেবও উপস্থিত ছিলেন।
আজ উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী বলেন, “বাম আমলে চা বাগান ও শ্রমিক উন্নয়নে কিছুই হয়নি। মাত্র ৬৭ টাকা মজুরিতে কাজ করতেন শ্রমিকরা। তৃণমূল সরকার আসার পর দৈনিক মজুরি ১৫৯ টাকা হয়েছে। কিন্তু, CPI(M) ও কিছু ট্রেড ইউনিয়ন নানাভাবে বিরোধিতা করে যাচ্ছে। এই ইউনিয়নগুলির কাজকর্ম নিয়ে কথা বলতে চাই না। রাজ্য সরকার চা বাগানের উন্নয়নে ১ হাজার কোটি টাকা খরচ করেছে। কিন্তু সমস্যা হল, চা বাগানে ২ লাখ ৭২ হাজার শ্রমিকের পাশাপাশি ৮ লাখ নন-ওয়ার্কারও বাস করেন। এই বিপুল সংখ্যক মানুষকে নানা প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করতে চায় সরকার।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “ডানকানের বাগান অধিগ্রহণ করতে নোটিফিকেশন জারি করেছিল কেন্দ্র। কিন্তু, বাস্তবে বাগান অধিগ্রহণ হয়নি। নোটিফিকেশন আদালতে দেখিয়ে মালিকপক্ষ সুবিধা নিচ্ছে। তারা বলছে বাগান কেন্দ্র অধিগ্রহণ করেছে। আর চা বাগানগুলিকে ফেলে রাখছে। আমরা চাই, হয় কেন্দ্র বাগান অধিগ্রহণ করুক, নাহলে ওই নোটিফিকেশন বাতিল করুক।”
Be the first to comment