সম্প্রতি ঝাড়খণ্ড জেল রোডের মিশনারিজ় অফ চ্যারিটি থেকে শিশু বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা কর্মীকে। পাশাপাশি দুই নানকেও আটক করেছে পুলিশ। শিশু বিক্রির ক্ষেত্রে নানদের নাম জড়িয়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে মাদার টেরেজ়া প্রতিষ্ঠিত মিশনারিজ় অফ চ্যারিটির কার্যক্রম নিয়ে। তবে, মিশনারিজ় অফ চ্যারিটির উপর ভরসা রাখতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা ঘটনায় দোষ চাপিয়েছেন BJP-র উপরই।
আজ উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শেষে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তাঁকে মিশনারিজ় অফ চ্যারিটি ইশুতে প্রশ্ন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, “মিশনারিজ় অফ চ্যারিটি বলতে আমরা মাদারকে (মাদার টেরেজ়া) জানি। সিস্টার প্রেমাকে জানি। তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে। ২০১৯ নির্বাচনের আগে ক্ষমতাসীন একটি দল (পড়ুন BJP) বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে। তাই, তারা বিভিন্নরকম রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজকর্ম শুরু করেছে। মিশনারিজ় অফ চ্যারিটি বলতে আমরা মাদারের নাম জানি। উনি বিশ্বজুড়ে পরিচিত। ওঁকে তো দোষারোপ করা যায় না। যদি কেউ ব্যক্তিগতভাবে দোষ করে, তাহলে তাকে দোষারোপ করা উচিত। শাস্তি দেওয়া উচিত। গোটা মিশনারিকে কেন দোষারোপ করা হবে ?”
Be the first to comment