পাকিস্তানে ফিরছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর কন্যা মরিয়ম। ফেরামাত্রই গ্রেফতার করা হবে তাঁদের। গত ৬ জুলাই শরিফকে ১০ বছর ও মরিয়মকে ৭ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের আদালত। আভেনফিল্ড দুর্নীতি মামলায় তাঁদের এই সাজা। পাকিস্তানের জাতীয় অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো আবু ধাবি বিমানবন্দরেই তাঁদের গ্রেফতার করবে। সেখানে তাঁদের রাখা হবে সাতঘণ্টা। তারপর সন্ধ্যায় আনা হবে লাহোরে। প্রথমে কড়া নিরাপত্তায় তাঁদের রাখা হবে আদালিয়া জেলে। তারপরে নিয়ে যাওয়া হবে কুখ্যাত অ্যাটক ফোর্ট জেলে।
ফেরার আগে লন্ডনে প্রাক্তন পাক অর্থমন্ত্রী ইশাক দারের সঙ্গে দেখা করেন তিনবারের প্রধানমন্ত্রী শরিফ। মরিয়মের ছোট ছেলেমেয়েরা মাকে বিদায় চুম্বন দেয়। লন্ডন থেকে রওনা দিয়েছেন দুজনেই। শুক্রবার সকালে ইসলামাবাদ বিমানবন্দরে আসা বিমানগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে লাহোর বিমানবন্দরে। বৃহস্পতিবার শরিফের দুই নাতি জুনেইদ সফর ও জাকারিয়া হুসেনকে পুলিস গ্রেফতার করেছে। তারা তাদের বাড়ির সামনে বিক্ষোভকারীদের ঘুঁষি মেরেছে বলে অভিযোগ। শরিফের স্ত্রী কুলসুম এখন লন্ডনের হাসপাতালে কোমায়।
Be the first to comment