সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু, উত্তর-পশ্চিম ভারতে ভারী বৃষ্টির সতর্কতা

Spread the love
আষাঢ় মাস ৷ তার উপর রয়েছে রথযাত্রাও ৷ কিন্তু দেখা নেই বৃষ্টির ৷ প্যাঁচপ্যাঁচে গরমে নাভিশ্বাস উঠছে কলকাতাবাসীর ৷ আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাসও জারি করেনি হাওয়া অফিস ৷
আজকের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি ৷ রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমলেও সকালে রোদের তেজ যথেষ্টই থাকবে বলে জানিয়েছে আলিপুর ৷ আজ বাতাসে আর্দ্রতার পরিমাণও রয়েছে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশী ৷ তাই আজ দুপুরে গরমের তেজে নাজেহাল হতে পারে শহরবাসী ৷
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪ থেকে ৫দিন মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের ওপর মৌসুমি বায়ু প্রকট হবে ৷ যার জেরে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ৷ আগামী বেশ কয়েকদিন উত্তাল থাকবে সমুদ্র ৷ তাই মৎস্যজীবীদের উদ্দেশেও সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ অন্যদিকে, উত্তর এবং উত্তর পূর্ব ভারতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*