মাদার টেরিজার ‘ভারতরত্ন’ কেড়ে নেওয়ার দাবি জানালো আরএসএস

Spread the love

যেমনটি ভাবা গিয়েছিল, হলও ঠিক তাই। মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটিজকে কলঙ্কিত করার অপচেষ্টা হচ্ছে বলে বৃহস্পতিবারই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাঁচির নির্মল হৃদয় সংস্থার বিরুদ্ধে শিশুবিক্রির অভিযোগ উঠতেই তেড়েফুঁড়ে আসরে নেমে পড়ল আরএসএস। এবার শুধু সংস্থার বিরুদ্ধে শাস্তির অভিযোগ তুলেই ক্ষান্ত নয়। মাদার টেরিজার ‘ভারতরত্ন’ কেড়ে নেওয়ার দাবিও জানিয়েছে তাঁরা। সংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, সেবার আড়ালে ধর্মান্তকরণের প্রচেষ্টা চালায় সংস্থাটি।

যদিও এই অভিযোগ প্রথম নয়। এর আগেও সরব হয়েছিল স্বয়ংসেবক সংঘ। এবার সেই অভিযোগের পালেই যেন হাওয়া লেগেছে, দাবি সমালোচকদের। সংঘের আরও দাবি, শুধু রাঁচির একটা হোম নয়, মিশন্যারিজ অফ চ্যারিটির একাধিক হোমেই চলছে শিশুবিক্রি। এমনকী নাবালিকাদের যৌন হেনস্থাও করা হয়। আরএসএসের দিল্লি শাখার প্রধান রাজীব তুলি বলেন, মাদারের সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ আজকের নয়। এখন তো সবকিছুই প্রকাশ পাচ্ছে। বিস্তারিত তদন্ত হোক এবং সেইসঙ্গে মাদারের ভারতরত্ন খেতাবও কেড়ে নেওয়া হোক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*