ভানু ভক্ত
জন্মঃ ১৩ জুলাই ১৮১৪- ২৩ এপ্রিল ১৯৬৮
নেপালের কবি ও লেখকদের মধ্যে খুব জনপ্রিয় ব্যক্তি। তিনি প্রথম নেপালি কবি যিনি রামায়ণ কে সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। ভানু ভক্ত আদি কবি হিসেবে বেশি পরিচিত। তিনি ১৮১৪ সালে জন্মগ্রহণ করেন তানাহু জেলায়। তার বাবা ধনঞ্জয় আচার্য ছিলেন একজন সরকারী কর্মী। তিনি পশ্চিম নেপালের রাজ্যপাল অমর সিং থাপার সঙ্গে কাজ করেছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment