কৃষক উন্নয়নে ৮ প্রস্তাব মুখ্যমন্ত্রীর

Spread the love
কৃষি এবং ১০০ দিনের কাজের প্রকল্পের ক্ষেত্রে তৈরি নীতি আয়োগের সাব–কমিটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮টি প্রস্তাব পাঠিয়েছেন। চিঠিতে মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন কৃষকদের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ওপর।
তাঁর প্রস্তাবগুলি হল:
যত কম সময়ের মধ্যে সম্ভব কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে কর্মসূচি নেওয়া। কেন্দ্রের উচিত কৃষকদের কল্যাণের ওপরেই জোর দেওয়া।
কৃষকদের জীবনের মানোন্নয়নে এনআরইজিএস–এ ১০০ দিনের কাজের বাইরেও আরও ১০০ দিন কাজ দেওয়া হোক।
ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কৃষিঋণ মকুব করা উচিত। এজন্য কেন্দ্রীয় বাজেট–বরাদ্দ করা প্রয়োজন।
প্রতিটি রাজ্যে ধানের জন্য ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে। কৃষকেরা যাতে ন্যায্য মূল্য পান, সে–বিষয়টিও নিশ্চিত করতে হবে।
ভূমিহীন কৃষক, ভাগচাষি–সহ সব কৃষককেই কিসান ক্রেডিট কার্ডের আওতায় আনতে হবে। এই কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক থেকে ন্যূনতম দু’লাখ টাকা ঋণ নিশ্চিত করতে হবে।
কৃষি উৎপাদন রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করতে হবে।
কৃষিতে জল সংরক্ষণে জোর দিতে হবে। এ ক্ষেত্রে অন্যান্য দপ্তরের বরাদ্দের সঙ্গে ১০০ দিনের কাজের বরাদ্দকেও যুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে জল সংরক্ষণের ক্ষেত্রে ‘জল ধরো জল ভরো’ প্রকল্প উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।
আরও বেশি সংখ্যক মানুষ যাতে কাজ পান, তা নিশ্চিত করতে ১০০ দিনের কাজে সব দপ্তরকেই যুক্ত করতে হবে।
নীতি আয়োগের এই সাব–কমিটির বৈঠক দিল্লীতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকায় তাঁর পক্ষে বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয় বলে তিনি চিঠিতে জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*