ছত্তিশগড়ের কোন্দাগাঁওয়ে মাটি খুঁড়ে পাওয়া গেল দ্বাদশ শতাব্দীর স্বর্ণমুদ্রা

Spread the love

ছত্তিশগড়ের কোন্দাগাঁওয়ে মাটি খুঁড়ে পাওয়া গেল দ্বাদশ শতাব্দীর স্বর্ণমুদ্রা। রাস্তা তৈরির জন্য সেখানে মাটি খোঁড়ার কাজ চলছিল। তখনই উদ্ধার হয় একটি পাত্র। তাতে ৫৭টি সোনার মুদ্রা, একটি রৌপ্য মুদ্রা ও সোনার কানের দুল পাওয়া গিয়েছে। ১০ জুলাই এই ঘটনা ঘটেছে। জেলাশাসক নীলকণ্ঠ টেকম জানিয়েছেন, মাটির কয়েক ফুট নীচে পাত্রটি মিলেছে। এক মহিলা শ্রমিক এটি পান। তাঁরা প্রশাসনের হাতে সেটি তুলে দিয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ১২ থেকে ১৩ শতকের মধ্যেকার মুদ্রা এগুলি। বিদর্ভের যাদবরাজাদের আমলে যে লিপি ব্যবহার হত, মুদ্রায় পাওয়া গিয়েছে সেই লিপি। যাদব সাম্রাজ্য দণ্ডকারণ্য পর্যন্ত বিস্তৃত ছিল, যা এখন ছত্তিশগড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*